নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে ক্রীড়াঙ্গনে হতাশার খবর হচ্ছে- আর্থিক সমস্যায় ভুগছে ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তাই তারা ফুটবল খেলা থেকে নিজেদের গুটিয়ে নিতে চাচ্ছে। অবশ্য মিডিয়ায় খবরটি চাউর হওয়ার পর অনেকেই মুক্তিযোদ্ধা সংসদকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যদিও আর্থিক সমস্যা কাটাতে ক্লাবটির কর্মকর্তা থেকে শুরু করে খেলোয়াড়রা পর্যন্ত হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন স্পন্সর প্রতিষ্ঠান। যারা মুক্তিযোদ্ধার দূর্দিনে তাদেরকে অর্থ সহায়তা দিয়ে ফুটবলে টিকিয়ে রাখবে। এক্ষেত্রে সফল হয়েছে মুক্তিযোদ্ধার এক জাপানি খেলোয়াড়ের চেষ্টা। দলের অধিনায়ক জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতো কয়েকদিন আগে ফেসবুক পেজে সাহয্যের জন্য আবেদন জানান। বিশেষ করে স্বদেশি জাপানি বিত্তশালী ব্যক্তিদের কাছে। সাড়াও পেয়েছেন তিনি। জাপানি ‘এ উইং তাগুচি কোম্পানি’ ইউসুকে কাতো’র ডাকে সাড়া দিয়ে এবাবের মৌসুমে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের জার্সি স্পন্সর হয়েছে। এ বাবদ কোম্পানিটি ইতোমধ্যে মুক্তিযোদ্ধাকে ১০ হাজার ডলার দিয়েছে। এছাড়া আরও বিভিন্নভাবে সাহায্য পাচ্ছে ক্লাবটি। সোমবার ইউসুকে কাতো ইনকিলাবকে বলেন, ‘জাপানি একটি কোম্পানি সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। তাই তাদের কোম্পানির নাম আমাদের জার্সিতে দেখা যাবে। অন্য এক কোম্পানি কথা দিয়েছে তারাও সাহায্য করবে। এ দু’টি জাপানি কোম্পানিই বাংলাদেশে কাজ করছে। আমরা এতে খুশি। খারাপ সময়ে অন্তত কিছু সাহায্য তো পাওয়া গেছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।