Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: ৩ আসামি রিমান্ডে

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২০, ২:১২ পিএম | আপডেট : ২:২৬ পিএম, ২১ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় যুবলীগ নেতা আনিসুর রহমানসহ তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বেলা ১২টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে আসামিদের জেল-হাজত থেকে আদালতে আনা হয়। পুলিশ এ মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিল।

বাদী পক্ষের আইনজীবী জয়দেব কুমার বিশ্বাস বলেন, ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতারকৃতদের কোনো মদদদাতা আছে কিনা তা খুঁজে বের করতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে আদালতের কাছে তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার কয়া গ্রামে বাঘা যতীনের বাস্তুভিটায় অবস্থিত কয়া মহাবিদ্যালয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে কয়েকজন দুর্বৃত্ত।

পরে এ ঘটনায় কুমারখালি উপজেলার কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রায়ডাঙা গ্রামের মহিউদ্দিনের ছেলে আনিসুর রহমান আনিস (৩৫), তার ক্যাডার কয়া গ্রামের শাহাবউদ্দিনের ছেলে হৃদয় আহমেদ (২০) ও একই উপজেলার ছেউড়িয়া মন্ডলপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে সবুজ হোসেনকে (২০) গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় জড়িত বাচ্চু নামের একজন এখনো পলাতক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিমান্ড

২৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ