Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিততে ভুলে গেছে আর্সেনাল!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

লিগে জয়ের স্বাদ ভুলতে বসা আর্সেনালের সঙ্গী হলো আরেকটি হার। কোণঠাসা হয়ে পড়া দলটিকে হারিয়ে আপাতত পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে এভারটন। গতপরশু রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিজেদের মাঠ গুডিসন পার্কে ২-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া আর্সেনালকে সমতায় ফেরান নিকোলাস পেপে। স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন ইয়েরি মিনা। লিগে শেষ সাত ম্যাচে এটি আর্সেনালের পঞ্চম হার; অন্য দুটি ড্র। গত রাউন্ডে সাউদাম্পটনের সঙ্গে ১-১ ড্র করেছিল তারা। সব মিলিয়ে আসরে ১৪ ম্যাচে এটি দলটির অষ্টম হার। মৌসুমে এখন পর্যন্ত তাদের চেয়ে বেশি হেরেছে কেবল শেফিল্ড ইউনাইটেড; ১৩ ম্যাচে ১২ হার।

এদিকে, একের পর এক আক্রমণ করে গেল ম্যানচেস্টার সিটি। গোলের দেখা মিলল কেবল একটি। রাহিম স্টার্লিংয়ের সেই গোলই গড়ে দিল ব্যবধান। সাউদাম্পটনকে হারিয়ে জয়ের পথে ফিরল পেপ গার্দিওলার দল। গতপরশু রাতে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতেছে ছয়বারের চ্যাম্পিয়নরা। গত রাউন্ডে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে ১-১ ড্রয়ের আগে নগর প্রতিদ্ব›দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল সিটি।

তবে তারও আগে গোলের খেলা ফুটবলের মাহাত্ব বুঝিয়েছে লিভারপুল। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল। সেখান থেকেই গোল উৎসবের আভাস পাওয়া গিয়েছিল। শেষ পর্যন্ত দাপুটে ফুটবলে ক্রিস্টাল প্যালেসকে তাদেরই মাঠে উড়িয়ে শীর্ষস্থান আরও মজবুত করল ইয়ুর্গেন ক্লপের দল।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৭-০ গোলের বড় জয় পেয়েছে লিভারপুল। দুটি করে গোল করেন রবের্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ। একবার করে জালের দেখা পান সাদিও মানে, তাকুমি মিনামিনো ও জর্ডান হেন্ডারসন। প্রিমিয়ার লিগে নিজের ১৮তম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন জাপানের ফরোয়ার্ড মিনামিনো।

১৪ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে এভারটনের পয়েন্ট হলো ২৬। ১৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটি ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। ১৪ ম্যাচে নয় জয় ও চার ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৩১। ১৮ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে ক্রিস্টাল। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ