Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবেশ ও জ্বালানি দলকে সবার সামনে পরিচয় করিয়ে দিলেন বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ৪:৫১ পিএম

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পরিবেশ ও জ্বালানি দলকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়ে বলেছেন, আমরা সংকটের মধ্যে রয়েছি। বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে নেতৃত্ব দেবে।’ এ দল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উচ্চাভিলাসী পরিকল্পনা বাস্তবায়নে নেতৃত্ব দেবে। বাংলাদেশ সময় রোববার ওয়াশিংটনের ডেলাওয়্যার থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জো বাইডেন বৈশ্বিক মহামারী সংকট, দাবানল, মৌসুমি ঝড়, বন্যা ও খরার মতো জলবায়ু পরিবর্তনের ভয়াবহ চিত্র তুলে ধরেন। -এপি, সিএনএন, ফ্রান্স২৪

তিনি বলেন, আমরা গভীর সংকটের মধ্যে রয়েছি। মহামারী মোকাবেলার মতো জলবায়ু পরিবর্তন ইস্যুতেও জাতীকে ঐক্যবদ্ধ হতে হবে। নষ্ট করার মতো সময় নেই। সিনেটের অনুমোদন পেলেই বাইডেনের পরিবেশ সুরক্ষা ও জ্বালানি টিমের নিয়োগ চূড়ান্ত হবে। যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ)-এ প্রধান হিসেবে কৃষ্ণাঙ্গ আমেরিকান মাইকেল রিগ্যানের নাম ঘোষণা করা হয়েছে। জ্বালানি বিভাগের প্রধান হিসেবে মিশিগান অঙ্গরাজ্যের সাবেক গভর্নর জেনিফার গ্র্যানহলম, পরিবেশগত মান বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে ব্রেন্ডা ম্যালরি, জাতীয় জলবায়ু উপদেষ্টা হিসেবে জিনা ম্যাকার্থি ও উপ-জাতীয় জলবায়ু উপদেষ্টা হিসেবে আলী জায়েদীর নাম ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই বাইডেন ঘোষণা দিয়েছিলেন, আগামী ২০ জানুয়ারী প্রেসিডেন্সির দায়িত্ব গ্রহণের পরদিনই যুক্তরাষ্ট্রকে পুনরায় প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে আনবেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ