Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনোনয়নে নাটকীয়তা ১৬ জানুয়ারি বগুড়ার পৌরসভায় নির্বাচন

বিশেষ সংবাদদাতা, বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২০, ৫:৩৯ পিএম

পৌরসভা নির্বাচনের ২য় ধাপে আগামী ১৬ জানুয়ারি বগুড়ার ৩টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগ ও বিএনপির মতো দুটি বড়দলের মনোনয়ন নিয়ে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটেছে যমুনা বিধৌত সারিয়াকান্দি পৌরসভায় ।

শনিবার এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে এখানে দলীয় প্রার্থীর নাম ঘোষনা না করলেও আওয়ামীলীগ প্রার্থীর নাম বদলে গেছে। আওয়ামীলীগ সুত্রে জানা গেছে, প্রথমে সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আলমগীর শাহী সুমনের নাম আওয়ামীলীগ প্রার্থী হিসেবে মিডয়ায় প্রচার হলেও ২৪ ঘন্টার ব্যবধানে তা’ বদলে যায়। পরে সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্য শাহাদারা মান্নান শিল্পীর আস্থাভাজন মতিউর রহমান মতিকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঘোষনা দেওয়া হয় ।

কেন এই পরিবর্তন জানতে চাইলে দলের জেলা কমিটির সদস্য প্রভাষক কামরুল হুদা উজ্জল ইনকিলাবকে জানান,দলীয় সভানেত্রী ও সিলেকশন বোর্ডের বিবেচনায় এই পরিবর্তন হয়েছে ।

অন্যদিকে নির্বাচন প্রায় দোরগোড়ায় এসে পড়ার পরও কেন সারিয়াকান্দি পৌরসভায়
বিএনপি মনোনিত প্রার্থীর নাম ঘোষনা হচ্ছেনা জানতে চাইলে বিএনপি নেতারা কেউই মুখ খোলেননি ।

বগুড়ার শেরপুর পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ বর্তমান মেয়র আব্দুস সাত্তার এবং বিএনপি সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডুকে প্রার্থী ধোষনা দিয়েছে। সান্তাহার পৌরসভায় আওয়ামীলীগ প্রার্থী হিসেবে আশরাফুল ইসলাম মন্টু এবং বিএনপি প্রার্থী তোফাজ্জল হোসেনের নাম ঘোষনা দিয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

৩ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ