মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মারাত্মক সাইবার হামলার ‘প্রচণ্ড ঝুঁকিতে’ রয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের প্রমাণ পাওয়ায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ‘প্রচণ্ড ঝুঁকিতে’ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগও সাইবার হামলার শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ)। এসব হামলা প্রতিহত করা ব্যাপক জটিল ও চ্যালেঞ্জের কাজ হবে। এমন খবর প্রকাশ করেছে বিবিসিসহ বেশ কয়েকটি গণমাধ্যম।
সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ২০২০ সালের মার্চ মাস থেকে অ্যাডভান্সড পার্সিসটেন্ট সাইবার হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে। তবে হ্যাকারদের ধৈর্য্য, নিরাপত্তা কৌশল ও বাণিজ্যের পটপরিবর্তনের বিষয়গুলো চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন।
সিআইএসএ এসব সাইবার হামলার নেপথ্যে কারা জড়িত এবং কোন কোন সংস্থা হামলার শিকার হয়েছে জানায়নি। কোনও তথ্য চুরি বা ফাঁস হয়েছে কিনা তাও জানায়নি।
এসব সাইবার হামলার সঙ্গে রাশিয়া জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। যদিও এমন অভিযোগকে ভিত্তিহীন হিসেবে দাবি করেছে রাশিয়া।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো’র এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি বিভাগ ও জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসনের কাছেও প্রমাণ রয়েছে যে, হ্যাকাররা তাদের নেটওয়ার্কে অনুপ্রবেশ করেছিল।
মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুসারে, হামলার শঙ্কা নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাইবার নিরাপত্তার কথা বললেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নীরব রয়েছেন। বাইডেন জানান, অংশীজন ও মিত্রদের সমন্বয়ে বিরোধীদের ঝুঁকিপূর্ণ সাইবার হামলায় বাধা দিতে হবে। সূত্র : বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।