মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাপানের নিগাতা ও গুনমা জেলায় গত তিনদিন ধরে ভারী তুষারপাত হয়েছে। এর ফলে সেখানকার প্রায় ১০ হাজার পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা এ বিষয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভারী তুষারপাতের কারণে ওই দুই জেলার বিভিন্ন অংশে প্রায় সাড়ে ছয় ফুট উচুঁ বরফ জমা হয়েছে। ইওজাওয়া ও সুকিয়িনো শহরের মধ্যে থাকা কান এতসু এক্সপ্রেসওয়েতে এক হাজার গাড়ি আটকে পড়েছে। আরেকটি এক্সপ্রেসওয়েতে প্রায় দুশ গাড়ি আটকে পড়েছিল।
আবহাওয়া অধিদপ্তর বলছে সামনে আরো কয়েকদিন আরো বেশি তুষারপাত হতে পারে।
অন্যদিকে ফিজি দ্বীপপুঞ্জে ধেয়ে আসছে ৫ মাত্রার ঘূর্ণিঝড় ইয়াশা। বড় ক্ষয়ক্ষতির আশঙ্কায় কারফিউ জারি হয়েছে দেশজুড়ে। আগামীকাল সকালে ২৫০ কিলোমিটার বাতাসের গতিবেগে ফিজিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।