Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনায় ভারতে কোটি ছুঁই ছুঁই : মৃত্যু ১ লাখ ৪৫ হাজার!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২০, ১১:০৯ এএম

এশিয়ার মধ্যে করোনাভাইরাসে ভারতের অবস্থা কাহিল। ভারতে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা বাড়ছে দিন দিন।

এদিকে ভারতের করোনার দৈনিক সংক্রমণ ২০ হাজারের আশপাশে নেমে এলেও দেশটিতে মোট সংক্রমণ কোটি ছাড়ানোর পথে রয়েছে। মৃতের সংখ্যা দেড় লাখের কাছাকাছি।

ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ৯৯ লাখ ৭৮ হাজার। মোট মৃত্যু ১ লাখ ৪৫ হাজারের মতো।

দেশটিতে দৈনিক সংক্রমণ কমে এসেছে। বুধবার সংখ্যাটি ১৮ হাজারে নেমে আসলেও বৃহস্পতিবার তা সাড়ে ২৬ হাজার ছাড়িয়ে গেছে। অবশ্য একসময় দক্ষিণ এশিয়ার দেশটিতে লাখে গিয়ে ঠেকেছিল সংক্রমণ।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২৬ হাজার ৭৬২ জন সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছে ৩৪২ জন।

এদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায়ও সংক্রমণ সোয়া দুই লাখের বেশি ছিল। দেশটিতে নতুন করে প্রায় ২ লাখ ৩১ হাজারের মতো আক্রান্ত হয়েছে। একই সময়ে মারা গেছে ৩ হাজার ২৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে ৭ লাখ সাড়ে ২১ হাজারের বেশি সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছে ১২ হাজার ৮৩০ জন।

করোনার মোট বৈশ্বিক সংক্রমণ ৭ কোটি ৫২ লাখ ৮১ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে ১৬ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ২৮ লাখ ৫২ হাজারের মতো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ