মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিয়ের অনুষ্ঠানে বরের কাছে মদ কেনার জন্য টাকা চেয়েছিল বন্ধুরা। তা না পাওয়ার জেরে পিটিয়ে হত্যা করা হলো বরকে। গত সোমবার ভারতের উত্তরপ্রদেশের পালিমুকিম পুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
বরযাত্রায় বন্ধুদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন বাবলু। বিয়ে উপলক্ষে বন্ধুদের মদ খাওয়ার টাকাও দিয়েছিলেন তিনি। কিন্তু এতেও সন্তুষ্ট হয়নি বন্ধুরা। মদ শেষ হতেই তারা ফের টাকার জন্য বাবলুকে জোর করতে থাকে। কিন্তু টাকা দিতে আর রাজি ছিলেন না বাবলু। এরপরেই কথা কাটাকাটি থেকে মারামারির পর্যায়ে পৌঁছে যায় পুরো ঘটনা।
বিয়ে শেষ হতেই বাবলুকে বিয়ের আসর থেকে টেনে নিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয় তাকে। বিয়ে বাড়ির বাকিরা ছুটে এসে বাবলুকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রামখিলাড়ি বলে এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি পাঁচ অভিযুক্ত পলাতক আছেন। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সূত্র : ডিএনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।