Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ৬:৫৮ পিএম

শেষবার ১৯৬৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়েছিলেন লালবাহাদুর শাস্ত্রী। তারপর গত সাড়ে পাঁচ দশকের মধ্যে আর কোনও প্রধানমন্ত্রী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কোনও অনুষ্ঠানে যোগ দেননি। সেই দীর্ঘ অপেক্ষার এবার অবসান হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আগামী ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথমবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কোনও অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মোদি।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তারিক মনসুর জানিয়েছেন, শতবর্ষের এই অনুষ্ঠান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জন্য মাইলফলক হয়ে থাকবে। আমন্ত্রণ গ্রহণ করার জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিসর বাড়াতে সাহায্য করবে।
প্রধানমন্ত্রীর পাশাপাশি শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কও এই অনুষ্ঠানে অংশ নেবেন। আগে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের এই শতবর্ষের অনুষ্ঠানের সূচনা করার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত নিজের পরিকল্পনা পরিবর্তন করেছেন। আগামী বছর ফেব্রুয়ারিতে আরেকটি অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। তবে, সব অনুষ্ঠানই হবে ভারচুয়ালি। সূত্র : এনডিটিভি



 

Show all comments
  • Abdullah Mammun ১৮ ডিসেম্বর, ২০২০, ৩:২২ পিএম says : 0
    রাবিশ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ