মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অতি সম্প্রতি আকাশ প্রতিরক্ষায় ব্যাপক উন্নতি লাভ করেছে তুরস্ক। তাদের টিবি-২ ড্রোনের বিজয়গাঁথা এরই মধ্যে বিশ্বজুড়ে সমরবিদদের আলোচনার কেন্দ্রে রয়েছে। এবার সমুদ্রে মানুষবিহীন নৌযান নিয়ে আসছে দেশটির সরকার যেটি গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য দারুণ কার্যকরী হবে বলে জানান নির্মাতা প্রতিষ্ঠান আরেস শিপইয়ার্ডের সিইও উটকু আলেঞ্চ। -আনাদুলো এজেন্সি
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) প্রথমবারের মতো এমন নৌযানের একটি মডেল প্রদর্শন করেছে দেশটি। আঙ্কারাভিত্তিক মেটেকসান ডিফেন্সের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করেছে আরেস শিপইয়ার্ড। এর নাম দেওয়া হয়েছে সিডা (SIDA) বা Ulaq। আরেস শিপইয়ার্ডের সিইও উটকু আলেঞ্চ জানিয়েছেন, এ মাসের শেষ দিকে এটি পানিতে নামানো হবে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে তিনি বলেন, আগামী মার্চে এই নৌযান থেকে গাইডেড মিসাইলের ফায়ারিং টেস্ট করা হবে। মিসাইলগুলো তৈরি করবে তুরস্কেরই রকেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোকেটসান।
সিডা ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিলোমিটার (৪০ মাইল) গতিতে ছুটতে পারবে। এর রেঞ্জও হবে ব্যাপক, ৪০০ কিলোমিটার (২৪৯ মাইল)। দিন এবং রাতে সমানভাবে কার্যকরী হবে এটি।এছাড়া এটিতে L Umtas মিসাইল ব্যবহারযোগ্য। আলেঞ্চ জানান, প্রাথমিকভাবে এটি এজিয়ান এবং ভূমধ্যসাগরে মোতায়েনের জন্য জিডাইন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।