Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

৯ মাস পর স্কুল ফুটবলের চূড়ান্ত পর্ব শুক্রবার শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ৬:১৩ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্থগিত করেছিল জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা। ঠিক ৯ মাস পর ফের শুরু হচ্ছে এই পর্বের খেলা। শুক্রবার থেকে পল্টন ময়দানে শুরু হবে স্কুল ফুটবলের চূড়ান্ত পর্বের খেলা। বেলা ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পর্বের উদ্বোধন করবেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এমপি।

চূড়ান্ত পর্বে আটটি অঞ্চলের চ্যাম্পিয়ন দলগুলো খেলবে। দলগুলো হলো- ফেনীর ছাগলনাইয়া পাইলট হাইস্কুল, দিনাজপুরের দাউদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, বাগেরহাটের বহুমুখী কলেজিয়েট স্কুল, টাঙ্গাইলের সূতী ভিএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জের আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়, রাজশাহীর নওহাটা সরকারী উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জের হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ঝিনাইদহের মাওলানা বাদ হাই স্কুল। ক্ষুদে ফুটবলারদের ঢাকায় আবাসনের এবং তাদের যাতায়াত ভাড়ার যাবতীয় খরচ বহন করছে বাফুফে। চূড়ান্ত পর্বের দু’টি খেলা অনুষ্ঠিত হবে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। বৃহস্পতিবার মতিঝিলস্থ বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাফুফের সদস্য ও জাতীয় স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়–য়া। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা নায়লা তারান্নুম চৌধুরী। খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজন বড়–য়া বলেন, ‘আমরা তিন দিন আগেই ফুটবলারদের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য বলে দিয়েছি। এই খরচাটাও আমরা দেবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ