Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক মন্ত্রী মওলবী ফরিদ আহমদের স্ত্রী রিজিয়া আহমদের নামাজে জানাযা বাদ জুহর ঢাকার গুলশান মসজিদে, দাফন বনানীতে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ১১:৫৫ এএম

রত্মগর্ভা মরহুম রিজিয়া আহমদ (৯০) সাবেক মন্ত্রী ও তুখোড় পার্লামেন্টারিয়ান মরহুম মওলবী ফরিদ আহমদ এর স্ত্রী এবং কক্সবাজার সদরের সাবেক দুই এমপি এড.খালেকুজ্জামান ও ইন্জিনিয়ার সহিদুজ্জামানের মা।

রত্মগর্ভা রিজিয়া আহমদের নামাজ জানাযা আজ বাদ আছর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হওয়া কথা থাকলেও অনিবার্য কারণ বশত কক্সবাজারে নামাজে জানাযা হচ্ছেনা।

আজ বাদ জুহুর গুলশান জামে মসজিদে নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন মরহুমার পুত্র সাবেক এমপি ইন্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান।

বৃহস্পতিবার ভোর ৫ টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।

রত্মগর্ভা রিজিয়া আহমদ কক্সবাজার-রামু আসনের দুই জনপ্রিয় সাবেক সংসদ সদস্য মরহুম এড. খালেকুজ্জামানের ও ইন্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান এর মাতা।

মরহুম রিজিয়া আহমদের অপর দুই সন্তান যথাক্রমে কামরুজ্জামান ও হারুনুজ্জামান আমেরিকা ও ক্যানাডায় অধ্যাপনায় নিয়োজিত। একমাত্র কন্যা জাকিয়া আনাম ঢাকায় থাকেন।

আজ বৃহস্পতিবার বিকেলে আছর নামাজের পরে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমা রিজিয়া আহমেদ নামাজে জানাযা শেষে তাঁর প্রিয় সন্তান সাবকে জনপ্রিয় এমপি মরহুম এড.খালেকুজ্জামানের পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা ছিল।

মরহুমার কনিষ্ঠ পুত্র সাবেক সংসদ সদস্য ইন্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান জানান, তাঁর মা বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি ইন্তেকাল করেছেন।

সাবেক সংসদ সদস্য ইন্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান তাঁর মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাফন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ