Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে কলেজছাত্রী ধর্ষণ প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

বন্ধুর বাসায় ডেকে নিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত রাকিবুল হাসান আরিয়ানকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার নগরীর খুলশী থানাধীন মাস্টার লেইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বিকেলে রাকিবুল হাসান আরিয়ানকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে হাজির করা হলে ধর্ষণের ঘটনার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রাকিবুল হাসান আরিয়ান ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ মোল্লাপাড়া এলাকার মমতাজ মিয়ার ছেলে।
আকবরশাহ থানার ওসি মো. জহির হোসেন বলেন, কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি আরিয়ানকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্ত মেহেদী হাসান আশিক রাব্বানী বাবুকে গ্রেফতারের চেষ্টা চলছে। গত ১১ ডিসেম্বর ফিরোজশাহ এলাকায় এক কলেজছাত্রীকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে দুর্ঘটনায় আহত হয়েছে এমন মিথ্যা তথ্য দিয়ে বন্ধু মেহেদী হাসান আশিক রাব্বানী বাবুর বাসায় ডেকে নেয় রাকিবুল হাসান আরিয়ান। সেখানে ওই ছাত্রীকে জোরপূর্বক তারা ধর্ষণ করে। পরে ওই ছাত্রী বাসায় এসে পরিবারের কাছে ঘটনা জানালে তারা থানায় মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ