Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিটির ড্রর রাতে ফের হারল চেলসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

দুই দলের লক্ষ্য ছিল অভিন্ন। ওয়েস্ট ব্রুমের মতো পুঁচকে দলের বিপক্ষে ম্যানচেস্টার সিটির মতো শক্তিশালী দল কয় গোল দিয়ে জেতে, এটাই আলোচনার বিষয় ছিল ম্যাচের আগে। ওদিকে দুদিন আগেই এভারটনের বিপক্ষে হেরে আসা চেলসি অপেক্ষায় ছিল জয়ের ধারায় ফিরে আসার জন্য। শেষ পর্যন্ত দুই দলের কেউই জিততে পারেনি। ড্র করেছে ম্যানচেস্টার সিটি, ওদিকে চেলসি আবারও হেরে বসেছে উলভারহ্যাম্পটনের বিপক্ষে।
লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে উত্থান-পতনের মধ্যে দিয়ে যাওয়া ম্যানচেস্টার সিটি আবার পয়েন্ট হারিয়েছে। পেপ গার্দিওলার দলকে তাদেরই মাঠে রুখে দিয়েছে নবাগত ব্রমউইচ অ্যালবিয়ন। গতপরশু রাতে ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ১-১ ড্র করে সিটি। ইলকাই গিনদোয়ানের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর রুবেন দিয়াসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে সফরকারীরা। গত বছরের ডিসেম্বরের পর ২২ ম্যাচে এই প্রথম প্রিমিয়ার লিগে জালের দেখা পেলেন গিনদোয়ান। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৬০৮ মিনিটে সিটির জালে এটি প্রথম গোল। আসরে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল ছয়বারের চ্যাম্পিয়নরা। গত রাউন্ডে নগর প্রতিদ্ব›দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে গোলশ‚ন্য ড্র করেছিল তারা।
একই রাতে গোলশ‚ন্য প্রথমার্ধের পর দলকে এগিয়ে নিলেন অলিভিয়ে জিরুদ। তবে ব্যবধান ধরে রাখতে পারল না চেলসি। উল্টো শেষ মুহ‚র্তে গোল খেয়ে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে হেরে গেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। প্রতিপক্ষের মাঠে লিগের ম্যাচে ২-১ গোলে হারে চেলসি। দানিয়েল পোদেন্স সমতা টানার পর ড্রয়ের পথে থাকা ম্যাচে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে উলভারহ্যাম্পটনের জয়স‚চক গোলটি করেন পেদ্রো নেতো। আসরে এ নিয়ে টানা দুই ম্যাচে হারল চেলসি। গত রাউন্ডে এভারটনের বিপক্ষে ১-০ গোলে হেরে সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের ১৭ ম্যাচের অপরাজেয় যাত্রায় ছেদ পড়েছিল।১২ ম্যাচে পাঁচটি করে জয় ও ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সিটি। এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে আছে ওয়েস্ট ব্রæমউইচ। ১৩ ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া চেলসি ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। সমান ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে উলভারহ্যাম্পটন। এক ম্যাচ কম খেলা সমান ২৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল দুইয়ে ও গোলব্যবধানে টটেনহ্যাম হটস্পার আছে শীর্ষে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ