Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার মাসে ৪২০ কোটি ডলার দান করেছেন বেজোসের সাবেক স্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ৭:৫২ পিএম

ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেনজি স্কট গত মাসে চার মাসে প্রায় ৪২০ কোটি ডলার দান করেছেন বিভিন্ন জরুরি ত্রাণ সংস্থা ও খাদ্য সহায়তাকারী সংস্থাকে।

এক ব্লগ পোস্টে ম্যাকেনজি স্কট বলেন, করোনা মহামারিতে যেসব মার্কিনী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহায়তা করতে চেয়েছেন।
ম্যাকেনজি স্কট বর্তমানে বিশ্বের ১৮তম ধনী। যার সম্পদের পরিমাণ এক বছরে ২৩.৬ বিলিয়ন থেকে বেড়ে ৬০ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। এসব সম্পদের বেশিরভাগ পেয়েছেন তার সাবেক স্বামী ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী প্রধান জেফ বেজোসের কাছ থেকে।

গত মঙ্গলবার ব্লগ পোস্টে ম্যাকেনজি আরও লেখেন, করোনা অনেক মার্কিনীর জীবন পঙ্গু করে দিয়েছে। তাদেরকে সহায়তার জন্য ইতোমেধ্য ৩৮০টি দাতা সংস্থা এবং ৬ হাজার ৫০০টি প্রতিষ্ঠানকে সহায়তা করেছেন তিনি।

ম্যাকেনজি স্কট বর্তমানে বিশ্বের ১৮তম ধনী। যার সম্পদের পরিমাণ ৬০ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। এসব সম্পদের বেশিরভাগ পেয়েছেন তার সাবেক স্বামী জেফ বেজোসের কাছ থেকে।

অর্থ সম্পদের বেশির ভাগ দাতব্য কাজে দান করে দেবেন বলে গত বছর ঘোষণা দেন ম্যাকেঞ্জি। যেসব ধনাঢ্য ব্যক্তি নিজেদের সিংহভাগ সম্পদ দাতব্য খাতে দিয়ে দেন, তাঁরা ‘গিভিং প্লেজ’ বা দানের অঙ্গীকার করে থাকেন। ম্যাকেঞ্জি স্কট গত বছর ‘দ্য গিভিং প্লেজ’-এ অর্থ দানের অঙ্গীকার করেছিলেন।
উল্লেখ্য, গত বছর জেফ বেজোস এবং ম্যাকেনজি বেজোসের বিচ্ছেদ হয়। বিবাহবিচ্ছেদ থেকে তিনি প্রায় সাড়ে তিন হাজার কোটি ডলারের সম্পদ পান। এর ফলে তিনি হয়ে বিশ্বের তৃতীয় সেরা ধনী নারী এবং নারী পুরুষ মিলিয়ে বিশ্বের ২৪তম ধনী ব্যক্তি। এই সম্পদের অর্ধেকই দান করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ম্যাকেনজি। তথ্যসূত্র: বিবিসি, সিবিএস নিউজ, ডেনভর পোস্ট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ