Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রীতি ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন লাল দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ৬:৩৫ পিএম

বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে লাল দল। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কৃত্রিম মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে লাল দল ৩-০ গোলে সবুজ দলকে হারিয়ে ট্রফি জিতে নেয়। বিজয়ী দলের হয়ে খোকন দাস দু’টি ও জাকির হোসেন একটি গোল করেন। এই ম্যাচে সাবেক তারকা ফুটবলারদের সঙ্গে দীর্ঘদিন পর প্রতিদ্ব›িদ্বতামূলক খেলায় মাঠে নেমেছিলেন মোহামেডানের ব্রিটিশ বংশদ্ভুত অস্ট্রেলিয়ান কোচ শন লেন। সবার মাঝে তাকে আলাদা করে চেনাই যায়।

লাল দলে খেলেছেন সাবেক তারকা ফুটবলার মধ্যে অন্যতম আবু ইউসুফ, কায়সার হামিদ, নিজাম মজুমদার, খোকন দাস, জাকির হোসেন, আলফাজ আহমেদ, মাহমুদুল হক লিটন, অমিত খান শুভ্র, আবদুর রাজ্জাক ও সৈয়দ গোলাম জিলানী এবং সবুজ দলে শন লেন, ইমতিয়াজ আহমেদ নকীব, গোলাম গাউস, নজরুল ইসলাম, রোকনুজ্জামান কাঞ্চন ও সত্যজিত দাস রুপু। খেলা শেষে লাল দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও সবুজ দলের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ