Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

চিল্লা সীমান্ত অবরোধ কৃষকদের, সমস্যা সমাধানে কমিটি তৈরির পরামর্শ ভারতের সুপ্রিম কোর্টের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ৬:১৫ পিএম

মোদি সরকার কেন্দ্র যেভাবে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনা চালাতে চাইছে তা ভেস্তে যেতে বাধ্য। বুধবার কৃষক আন্দোলন নিয়ে হওয়া দুটি মামলায় এমনটাই মন্তব্য করেছে ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পরামর্শ, কৃষকদের এই সমস্যা সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হোক যেখানে সরকারের প্রতিনিধি, দেশের সব প্রান্তের কৃষক নেতা ও অন্যান্যরা থাকবে।

ওই মামলার শুনানিতে বুধবার ভারতের প্রধান বিচারপতি এস এ বোবডে মন্তব্য করেন, খুব শীঘ্রই এটি আন্দোলন একটি সর্বভারতীয় ইস্যু হয়ে যাবে। তাই এই সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এনিয়ে বৃহস্পতিবার ফের শুনানি হবে। এ দিন সরকারের পক্ষ থেকে আদালতে বলা হয়, কেন্দ্র এমন কিছু করবে না যা কৃষক স্বার্থের পরিপন্থী। নতুন আইনের ক্লজ ধরে ধরে আলোচনা হবে। কেন্দ্রের অনেক মন্ত্রীই আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কৃষকরা তাদের দাবিতে অনড়।

বুধবার থেকেই দিল্লি ও নয়ডার সীমান্ত বন্ধ করতে সেখানে অবস্থান নিয়েছেন আন্দোলনরত কৃষকরা। মঙ্গলবার দিল্লির সিঙ্গু সীমান্তে এক সংবাদ সম্মেলনে কৃষক নেতা জগজীত দেলাওয়াল জানান, ‘সরকার বলছে তারা নতুন কৃষি আইন প্রত্যাহার করবে না। আমরা বলছি, আমরা তোমাদেরকে প্রত্যাহার করতে বাধ্য করব।’ উল্লেখ্য, এখনও পর্যন্ত সরকারের সঙ্গে আন্দোলনকারী কৃষকদের ৫ বার আলোচনা হয়েছে। কৃষকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সরকারের বক্তব্য, নতুন আইনে কিছু সংশোধন করা হবে। কিন্তু সেই প্রস্তাব মানতে নারাজ কৃষকরা। তাদের একটাই দাবি, ওই তিন আইন বাতিল করতে হবে। সূত্র: টিওআই, জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ