Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি নেতা ইশরাকের হোসেনের বাসায় হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১:০৭ পিএম

বুধবার ভোর রাতে বিএনপির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (১৬ ডিসেম্বর) ভোর ৩টার দিকে একদল দুর্বৃত্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপিবাগের ২য় লেনের বাসভবনের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় হামলাকারীদের ইট পাটকেলে বাড়ির অনেকগুলো গ্লাস ভেঙ্গে যায়। এছাড়াও পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা বাড়ির সামনে থাকা ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেন, বিজয় দিবসে মানুষের স্বাধীনতাকে হরণ করার উদ্দেশ্যে হামলার মতো এই হীন কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ