মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটেনে আশ্রয়হীন মানুষের মৃত্যুহার বেড়েছে ৩০ শতাংশ। ইংল্যান্ড ও ওয়েলসে আশ্রয়হীন মানুষের সংখ্যা গত বছর ছিল ১১২ জন। ব্রিটেনের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স তথ্য দিয়ে বলছে, ২০১৮ সালে ৭২৬ জন নিরাশ্রয়ী মানুষ মারা যায় এবং ওই বছর এধরনের মানুষের মৃত্যুর সংখ্যা ৭.২ শতাংশ বেড়ে যায়। এধরনের তথ্য সংগ্রহ শুরু হয় ২০১৩ সালে। গত বছর এধরনের মৃতদের মধ্যে অবশ্য ৩৭.১ শতাংশ ছিল মাদকাসক্তের কারণে। ২০১৮ মালে নিরাশ্রয়ী মানুষের ৩০.২ শতাংশ আত্মহত্যা করেন। সংখ্যা তা ছিল ৮৬ জন। গত বছর এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১২ জনে। গত বছর এধরনের মৃত ব্যক্তিদের মধ্যে ৮৮.৩ শতাংশ ছিলেন পুরুষ যা সংখ্যায় ৬৮৭ জন। শেলটার্স নামে একটি সংস্থার প্রধান নির্বাহী পলি নিয়েট বলেন তথ্য প্রমাণ দিচ্ছে নিরাশ্রয়ী মানুষরা কত বিপজ্জনক অবস্থায় রয়েছেন। করোনাভাইরাস মহামারীর আগেই এ বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বলেন করোনাভাইরাসে এ সংকট আরো বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। মহামারীতে অনেকে কাজ হারিয়েছেন, কঠিন শীতে অনেক নিরাশ্রয়ীরা আরো দুর্ভোগে পড়েছেন। গত বছর নিরাশ্রয়ী মানুষের মধ্যে যারা মারা যান তাদের মধ্যে পুরুষদের গড় বয়স ছিল ৪৫.৯ ও নারীদের বয়স ছিল ৪৩.৪ বছর। ডেইলি মিরর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।