Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেইমারের চোট গুরুতর নয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২০, ৯:১৫ এএম

বার্সেলোনার সঙ্গে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেইমারকে পাচ্ছে পিএসজি। রোববার রাতে লিওঁর বিপক্ষে পায়ে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন নেইমার। তার মাঠ ছেড়ে যাওয়ার দৃশ্য শঙ্কা তৈরি করেছিল ভক্তদের মনে।

এদিকে সোমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে বার্সেলোনর সঙ্গী হয়েছে পিএসজি। নেইমারের চোটের বিষয়ে তাই সবার কৌতূহল আরো বেড়ে যায়। কারণ চোট গুরুতর হলে লিওনেল মেসির মুখোমুখি হয়তো হওয়া হবে না তার।

তবে প্রাথমিক যে ফল পাওয়া গেছে, তাতে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগেই মাঠে ফেরার কথা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

পিএসজি সোমবার সন্ধ্যায় একটি আনুষ্ঠানিক বিবৃতিতে দিয়েছে। তাতে জানানো হয়েছে, এদিন যে পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে, তাতে বড় ধরনের কোনো চোট দেখা যায়নি।

পিএসজি বিবৃতিতে লিখেছে, ‘রোববার লিওঁর সঙ্গে ম্যাচে নেইমারের মচকে যাওয়া অ্যাঙ্কেলের ডাক্তারি পরীক্ষায় আশাপ্রদ খবরই পাওয়া গেছে। ’

মঙ্গলবার আবার কিছু পরীক্ষা করা হবে। তবে এখন পর্যন্ত ফ্রেঞ্চ সংবাদমাধ্যমগুলো এবং ক্লাবের ভেতরের খবর হলো, বড় ধরনের কোনো চোটে পড়েননি নেইমার।

চ্যাম্পিয়ন্স লিগে ১৬ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পে ও ১০ মার্চ পার্ক দে প্রিন্সেসে মুখোমুখি হবে বার্সা ও পিএসজি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ