Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

হাটহাজারীতে চিকিৎসাসেবা

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

হাটহাজারীর বুড়িশ্চরে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। গতকাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দক্ষিণ বুড়িশ্চর আলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ২১০ জন দুস্থ রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ১৮ ফিল্ড এ্যাম্বুলেন্স ও চট্টগ্রাম সিএমএইস এর সার্বিক ব্যবস্থাপনায় অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সরফরাজ হায়দারের দিকনির্দেশনায় আয়োজিত এ ক্যাম্প চিকিৎসা সেবা প্রদান করেন চট্টগ্রাম সিএমএইস এর চর্মরোগ বিভাগের বিভাগীয় প্রধান লে. কর্নেল অঞ্জনা চক্রবর্তী এবং মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক মেজর মিশকাত জোহা।

এ বিষয়ে ক্যাম্পেইনের সমন্বয়কারী ক্যাপ্টেন মোহাম্মদ এনায়েত উল্লাহ জানান, জাতির জনকের জন্মশত বার্ষিকী উদযাপন কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর এ মেডিকেল ক্যাম্পেইন মার্চ ২০২০ থেকে চলমান রয়েছে যা আগামী মার্চ ২০২১ পর্যন্ত অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাটহাজারী

১৮ ডিসেম্বর, ২০২১
২৯ মার্চ, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ