বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালের পর চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারী মাদরাসার পরিচালনা পরিষদে রদবদল এনেছে শুরা কমিটি। সিদ্ধান্ত হয়েছে, নতুন মহাপরিচালক নিয়োগ না দেয়া পর্যন্ত তিন জ্যেষ্ঠ শিক্ষকের যৌথ সিদ্ধান্তে চলবে মাদরাসার কার্যক্রম।
এছাড়া সহকারী পরিচালক পদ থেকে তিন মাস আগে অব্যাহতি পাওয়া জুনায়েদ বাবুনগরীকে মাদরাসার শিক্ষা সচিব এবং প্রধান শায়খুল হাদিস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার রাতে মাদরাসার শুরা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বিকেল ৪টা থেকে বৈঠকে বসে শুরা কমিটি, যা একটানা রাত ৮টা পর্যন্ত চলে।
বৈঠক শেষে শুরা কমিটির সদস্য মোহাম্মদ সালাহউদ্দিন নানুপুরী বলেন, বড় হুজুরের (আহমদ শফী) অবর্তমানে তিন সিনিয়র শিক্ষকের যৌথ সিদ্ধান্তে মাদরাসার কার্যক্রম পরিচালিত হবে। উনারা মাদরাসার যাবতীয় কাজের সুরাহা করবেন। একইসঙ্গে ব্যাংকের সকল হিসাবও তিনজনের স্বাক্ষরে পরিচালিত হবে। সবার সমান অধিকার থাকবে। কেউ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।
মাদরাসা পরিচালনার দায়িত্ব পাওয়া তিন শিক্ষক হলেন— আবদুস সালাম, শেখ আহমদ ও মো. ইয়াহিয়া। এদের মধ্যে শেখ আহমদ মাদরাসার সহকারী পরিচালক হিসেবে গত জুন মাসে জুনায়েদ বাবুনগরীর স্থলাভিষিক্ত হয়েছেন।
সালাহউদ্দিন নানুপুরী জানিয়েছেন, জুনায়েদ বাবুনগরীকে শিক্ষা সচিব ও প্রধান শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মাদরাসায় হাদিস পড়াবেন। এছাড়া শিক্ষক মো. শোয়েবকে সহকারী শিক্ষা সচিব করা হয়েছে।
সহকারী শিক্ষা সচিব হিসেবে এর আগে দায়িত্ব পালন করছিলেন শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানি। ছাত্রদের ছয় দফা দাবিতে আন্দোলনের মুখে তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।