মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটেনে বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে সরকার পাঁচদিন করোনাভাইরাসের বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে। দেশটির সাধারণ জনগণ যেন ভালোভাবে দিনটি উদযাপন করতে পারে সেই জন্য এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত তিনটি পরিবার একসঙ্গে মিলিত হতে পারবেন। তবে তারা বাড়ির বাইরের কোনো হোটেল, দোকান, রেস্টুরেন্ট ও থিয়েটারে দেখা করতে পারবে না। বিজ্ঞানী অধ্যাপক স্টিফেন রিচার জানান, বিষয়টি জনসাধারণের ভালো লাগলেও পরিবারকে দেখার পরামর্শ হিসেবে নেওয়া উচিত নয়। তিনি বলেন, আমাদের জন্য যেটা সবচেয়ে ভালো সেটাই পছন্দ করতে হবে। তবে মহামারির এই সময়ে পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে ভালোবাসা প্রকাশ করা যাবে না। দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) বিধিনিষেধ শিথিল করার কারণে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আসার আশঙ্কা জানিয়ে সতর্ক করে সরকারকে চিঠি দিয়েছে। সরকারের কাছে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, ক্রিসমাস ছুটিকালীন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়ার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সতর্ক থাকার নির্দেশ জারির পরামর্শ দেওয়া হয়। এনএইচএস প্রধান বলেছেন, বর্তমানে দেশটি করোনাভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনক। দ্য টেলিগ্রাফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।