Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিলা সফটবলের ফাইনালে আনসার ও পুলিশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ৬:০২ পিএম

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ২য় ওয়ালটন জাতীয় মহিলা সফটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও পুলিশ। মঙ্গলবার সকালে পল্টন ময়দানে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। এসময় বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান। এর আগে সোমবার পল্টন ময়দানে দু’টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে আনসার ১৭-২ পয়েন্টে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। একই ভেন্যুতে দ্বিতীয় সেমিতে বাংলাদেশ পুলিশ ৩০-২ পয়েন্টে সিরাজগঞ্জ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (এসকেএসপি) কে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাইনাল

১০ ডিসেম্বর, ২০২২
১৪ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ