মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, নেতানিয়াহু ক্ষমতা না ছাড়া পর্যন্ত তার বাড়ির আঙিনায় তারা অবস্থান করবেন। এরইমধ্যে বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে প্রাইম মিনিস্টার-এর পরিবর্তে ‘ক্রাইম মিনিস্টার’ খেতাব দিয়েছেন। শনিবার বিক্ষোভকারীরা পুরো ইসরাইল জুড়ে বিক্ষোভ করেন। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা ২৫ সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছেন সাধারণ মানুষ। এছাড়া, তার বিরুদ্ধে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী ব্যবস্থাপনা নিয়েও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এতে সাধারণ ইসরাইলিরা নেতানিয়াহুর ওপর ব্যাপকভাবে ক্ষুব্ধ। শনিবার অন্তত দুই হাজার বিক্ষোভকারী পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে নেতানিয়াহুর বাড়ির সামনে সমবেত হন। এছাড়া, সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির সামনেও শত শত মানুষ সমবেত হয়ে বিক্ষোভ করেন। তারা অঙ্গীকার ব্যক্ত করেন যে, নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত সেখান থেকে তারা ঘরে ফিরবেন না। গত সপ্তাহে তার বাড়ির সামনে অবস্থান কর্মস‚চি পালন করতে গিয়ে ২৭ জন গ্রেপ্তার হন। এরপর বিক্ষোভকারীরা তার বাড়ি ঘেরাও করে রাখার ঘোষণা দেন। তারা বলেছেন, নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত তার বাড়ির বাহির এবং প্রবেশ পথ বন্ধ থাকবে, তাকে ঘরে আবদ্ধ করে রাখা হবে। বিক্ষোভকারীরা নানা দুর্নীতির অভিযোগ এনেছেন বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। এ ছাড়া প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি ব্যবস্থাপনা নিয়েও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এতে সাধারণ ইসরাইলিরা নেতানিয়াহুর ওপর ব্যাপকভাবে ক্ষুব্ধ। হারেৎজ, পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।