Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কের পাশে অটোচালকের লাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ২:৫০ পিএম

সুজনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। কিশোরগঞ্জের ভৈরবের শিমূলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রাম থেকে সুজন মিয়া (৩৮) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাত, পা ও মুখ বাঁধা ছিল।

রোববার দুপুরে স্থানীয়দের খবরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহত সুজন ওই ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের সাদির মিয়ার ছেলে।


নিহতের স্ত্রী ঝর্ণা বেগম অভিযোগ করেন, ভোরে মোবাইল ফোনে তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় খুনিরা। পরে হাত, পা ও মুখ বেঁধে তার স্বামীকে হত্যা করে লাশ সড়কের পাশে ফেলে যায়।

তিনি আরও জানান, গত কোরবানির ঈদে মাংস বিতরণকে কেন্দ্র করে কান্দিপাড়া গ্রামে শাহআলম নামে এক ব্যক্তি খুন হন। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষরা তার স্বামীকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে খুন করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ বিচার দাবি করেন।

এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ