Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত বাইডেন-হ্যারিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমের দৃষ্টিতে ২০২০ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে এবারের বিজয়ীদের নাম।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করবেন বাইডেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস। আমেরিকার শাসক হিসেবে রাজ করার আগেই টাইমস ম্যাগাজিনের পারসন অফ দ্য ইয়ার হিসেবে বেছে নেওয়া হল বাইডেন ও কমলাকে। তারা ছাড়াও এবছর টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব হওয়ার দৌঁড়ে ছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফউসি এবং করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সম্মুখযোদ্ধা স্বাস্থ্যসেবা কর্মীরা। লড়েছেন নভেম্বরের নির্বাচনে হেরে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্ণবাদবিরোধী আন্দোলনকারীরাও। বর্ষসেরা হওয়া জো বাইডেন এবং কমলা হ্যারিসের ছবি দিয়ে সবশেষ সংখ্যার প্রচ্ছদ করেছে টাইম। এর সাবটাইটেল দেয়া হয়েছে ‘চেঞ্জিং আমেরিকাস হিস্টোরি’ অর্থাৎ ‘আমেরিকার ইতিহাস বদলাচ্ছে’।
প্রসঙ্গত, গত বছর জলবায়ু আন্দোলনে নেতৃত্ব দেওয়া সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গকে পারসন অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছিল টাইমস ম্যাগাজিন। এদিন ট্যুইটারে ওই ম্যাগাজিনের তফে বলা হয়, বাইডেন ও হ্যারিসের এই জয় এমন কিছুকে প্রতিনিধিত্ব করে যা ঐতিহাসিক। চলতি বছরে বিজনেস পার্সন অফ দ্য ইয়ারের স্বীকৃতি পেলেন অনলাইন প্ল্যাটফর্ম জুমের প্রধান কার্যনির্বাহী ইরিক ইউয়ান। এন্টারটেন্টমেন্ট অফ দ্য ইয়ারের স্বীকৃতি পেলেন পপ ব্যান্ড বিটিএস ও অ্য়াথলেট অফ দ্য ইয়ার হয়েছেন বিশিষ্ট বাস্কেটবল তারকা লেব্রণ জেমস।
গোটা বিশ্বকে চমকে দিয়ে ডেমোক্র্যাট নেতা জো বাইডেন নির্বাচিত হয়েছেন আমেরিকায় ৪৬ তম প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন। গোটা বিশ্ব এখন তাকিয়ে আমেরিকার নতুন প্রেসিডেন্টের দিকে। ডেলাওয়ার অর্থাৎ নিজের রাজ্যে সবচেয়ে বেশিদিন সেনেটর হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ৪৭ তম ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন জো বাইডেন। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ