Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানকে বিরত রাখতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২ বোমারু বিমান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গতকাল বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে দুটি বি -৫২ এইচ বোমারু বিমান পাঠিয়েছে। সাধারণ বোমার পাশাপাশি পারমাণবিক বোমা বহন ও নিক্ষেপে সক্ষম এই দূরপাল্লার যুদ্ধবিমান। ইরাক ও আফগানিস্তান থেকে সেনাসংখ্যা কমিয়ে আনার চলমান প্রক্রিয়ার মধ্যেই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ইরানকে সম্ভাব্য আক্রমণ থেকে বিরত রাখার প্রচেষ্টা হিসেবে মধ্যপ্রাচ্যে এই বিমান পাঠাল যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এসব তথ্য জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে নিযুক্ত শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি এক বিবৃতিতে বলেছেন, ‘টানা অর্ধপৃথিবী চক্কর দিতে সক্ষম এই কৌশলী বোমারু বিমানগুলো আমাদের আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করে। স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় আমাদের যৌথ প্রতিজ্ঞা অটুট রাখতে ক্ষিপ্র গতি নিয়ে সক্রিয় থাকে।’
নাম প্রকাশ না করার শর্তে এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে বলেন, ‘কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয়; ইরানকে বিরত রাখতে বিমানগুলো পাঠানো হয়েছে। সম্প্রতি ইরাকে কিছু ইঙ্গিত পাওয়া গেছে যে ইরান বা ইরান-সমর্থিত বাহিনী আক্রমণের পরিকল্পনা করতে পারে। ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের সংখ্যা ক্রমাগত হ্রাস এবং ইরানের অভিজাত কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার এক বছর পূর্ণ হবার কারণে এই অতি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির উদ্ভব হয়েছে।’

বোমারু বিমান দুটি লুইসিয়ানার বার্কসডেল বিমান ঘাঁটি থেকে রওনা দেয়। তবে, কোথাও কোনো বোমা নিক্ষেপ করা হয়নি বলে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনাকারী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকোম) বিবৃতি অনুসারে, ওই অঞ্চলে আগ্রাসন রোধ এবং মিত্রদের আশ্বাস দেওয়ার লক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়। সূত্র : ভয়েস অব আমেরিকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ