Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের আব্দুর রউফ নির্বাচিত

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ১১:৩৪ এএম

নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ৫৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকল কেন্দ্রের ভোট গণনা শেষে রাণীনগর উপজেলা নির্বাচন অফিসার জায়েদা খাতুন এই ফলাফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু ভোট পেয়েছেন ২৫হাজার ৯৫৯। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী বিএনপির মনোনীত মোসারব হোসেন ধানের শীষ প্রতীকের ভোট পেয়েছেন ৮হাজার ১৫৫ এবং আওয়ামী লীগ থেকে সদ্য বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন প্রামানিক মটর সাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ২হাজার ৪১৭ভোট।

১০ডিসেম্বর বৃহস্পতিবার উপ-নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছিলো। পাশাপাশি চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপ-নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ