Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে বিচারকের উপর হামলা আ. লীগ নেতার ছেলেসহ দুই জন রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ৩:১৬ পিএম

নগরীতে বিচারকের উপর হামলা চালিয়ে মারধরের মামলায় আওয়ামী লীগ নেতার পুত্রসহ দুই জনকে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে শুনানি শেষে তাদের তিন দিন করে রিমান্ড দেওয়া হয়।
আসামিরা হলেন- আওয়ামী লীগ নেতা হাজি ইকবালের পুত্র আলী আকবর ও তার সহযোগী হাসান আলী জিসান। আকবর এবং তার পিতা মধ্যম হালিশহরে যুবলীগ নেতা মহিউদ্দিন হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামি।
পুলিশ জানায় বুধবার বিকেলে ওই দুই যুবক পতেঙ্গার চরপাড়ায় আউটার রিং রোডে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে আসেন। এসময় চট্টগ্রামের পঞ্চম যুগ্ম জেলা জজ জহির উদ্দিন গাড়িতে আসছিলেন।
তাদের বেপরোয়া মোটরসাইকেল বিচারকের গাড়িতে ধাক্কা দিলে বিচারক উল্টো পথে আসার কারণ জানতে চান।
এসময় তারা হামলা চালায় এবং বিচারককে মারধর করেন। সেখানে উপস্থিত স্থানীয়রা হামলাকারীদের আটকে ফেলে। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।
পতেঙ্গা থানার ওসি জোবাইর সৈয়দ ইনকিলাবকে বলেন, রাতেই বিচারকের গাড়ি চালক রাজু শেখ বাদি হয়ে আটক আকবর ও জিসানের বিরুদ্ধে থানায় মামলা করেন। এতে অজ্ঞাত আরো দুইজনকে আসামি করা হয়।
সকালে তাদের ৪দিন করে রিমান্ডের আবেদনসহ আদালতে তোলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিমান্ড

২৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ