Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দ নজরুল-আজিমুদ্দিন ফাইনাল

অনূর্ধ্ব-৮ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

‘দেশের জন্য খেলতে চাইলে মাঠে আসো আটের আগে’ এই স্লোগানকে সামনে রেখে প্রথম বারেরমত কিশোরগঞ্জ জেলায় আয়োজিত হলো অনূর্ধ্ব-৮ বালক একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ৯-১০ ডিসেম্বর শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করছে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। কিশোরগঞ্জ জেলার আটটি একাডেমি অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। গতকাল উদ্বোধনী দিনে আজিমউদ্দিন আলো ২-০ অংকুরকে, আলফা সকার ০-১ বনগ্রামকে, তাড়াইলকে (৪) ০-০ (৫) গোলে হারুয়া স্পোর্টিং ক্লাব জুনিয়র, ভ‚ইয়াকে ০-২ গোলে হারায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদ। বিকেলের দুই সেমিফাইনালে বনগ্রামকে ২-০ গোলে হারিয়ে আজিমউদ্দিন আলো ফুটবল একাডেমি আর হারুয়া স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে শহীদ সৈয়দ নজরুল স্মৃতি সংসদ।
সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এবং কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাার সদস্য সচিব মোঃ আব্দুল কাদির মিয়া। তার আগে আট দলের অধিনায়ক এবং কর্মকর্তাদের নিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন। ক্ষুদে খেলোয়াড়দের এই আয়োজন থেকে ৩০ জনকে বাছাই করে একমাসের প্রশিক্ষণের আয়োজন করবে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, কিশোরগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন এবং মিয়া ভাই ফাউন্ডেশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ