নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিভাগীয় ফুটবল এসোসিয়েশন আয়োজিত মুজিববর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সমুদ্র সৈকতের জেলা কক্সবাজার। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে কক্সবাজার ৪-০ গোলে চাঁদপুর জেলাকে হারিয়েছে। কক্সবাজার জেলা আগামীকাল ফাইনালে ফেনীর বিরুদ্ধে খেলবে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল। শুরু থেকে শেষ পর্যন্ত কক্সবাজার জেলা আক্রমণাত্মক ফুটবল খেলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। আগের দুইটি ম্যাচে চাঁদপুর যেভাবে খেলে সেমি ফাইনালে এসেছিল গতকাল কক্সবাজারের আক্রমণের মুখে খেই হারিয়ে ফেলে। প্রথমার্ধে চাঁদপুর প্রতিরোধ গড়ে তুলে এক গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে দাঁড়াতেই পারেনি। একের পর এক আক্রমণের মুখে চাঁদপুরের রক্ষণভাগ একেবারেই ভেঙে পড়ে। ফলে তাদের জালে আরও তিনটি গোল করে ফাইনালে যাওয়ার উল্লাসে মেতে উঠে কক্সবাজার জেলা। খেলার ২৮ মিনিটি প্রথম গোলের দেখা পায়। ডানপ্রান্ত থেকে শেখ আহমেদের ক্রস বক্সের ভেতর জাহাঙ্গীরের মাথা ছুঁয়ে বল পেয়ে যায় সাগর। তা থেকে সে প্লেসিং করে বল জালে জড়িয়ে দেয় (১-০)। ৫৫ মিনিটে ডিফেন্ডার সাকিবের ফ্রি কিক রক্ষণভাগের দুইজন খেলোয়াড় ক্লিয়ার করতে ব্যর্থ হলে জাহাঙ্গীর গোল করে ব্যবধান বাড়ায় (২-০)। এরপর তাদের খেলোয়াড়রা আরো উজ্জীবিত হয়ে রক্ষণভাগে হানা দিয়ে ৩৭ মিনিটে কাশেম (৩-০) এবং ৪০ মিনিটে জাহাঙ্গীর গোল করে (৪-০)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।