Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলি অত্যাধুনিক অস্ত্র কিনছে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

সীমান্তে আরও শক্তি বৃদ্ধি করছে ভারত। এবার ইসরাইল থেকে অত্যাধুনিক অস্ত্র স্মার্ট ফায়ার কন্ট্রোল সিস্টেম কিনছে ভারত। এক গুলিতেই ঘায়েল হবে যে কোনও আনম্যানড এরিয়াল ভেহিকল। আধুনিক প্রযুক্তির এই ফায়ার কন্ট্রোল সিস্টেমের নাম স্ম্যাশ-২০০০ প্লাস। ড্রোন-ঘাতক এই ফায়ারিং সিস্টেমই এখন পাখির চোখ ভারতের। দেশটির বিমানসেনা ও নৌসেনার জন্য এমন ড্রোনঘাতী ফায়ার কন্ট্রোল সিস্টেমের অর্ডার পাঠিয়ে দেওয়া হয়েছে ইসরাইলে। স্ম্যাশ-২০০০ প্লাসকে বলা হয় স্মার্ট শ্যুটার। একে-৪৭ ও একে-২০৩ রাইফেলে ইনস্টল করা যায় এই ফায়ারিং সিস্টেম। ড্রোন বা আকাশপথে উড়ে আসা যে কোনও এরিয়াল ভেহিকলকে এক শটেই উড়িয়ে দিতে পারে। ইলেকট্রো-অপটিক সাইট সিস্টেম আছে এই ফায়ার কন্ট্রোল সিস্টেমে। দিনে ও রাতে সমানভাবে নিশানা লাগাতে পারে। আবহাওয়ার যে কোনও পরিস্থিতিতেই ফায়ার করতে পারে স্ম্যাশ স্মার্ট শুটার। ইসরায়েল থেকে কেনা সশস্ত্র হেরন ড্রোন রয়েছে ভারতের হাতে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা তথা এলএসিতে নজরদারি বাড়াতে এই ড্রোন নামানো হয়েছে। এই ড্রোনের নির্মাতা সংস্থা ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। দ্য ওয়াল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ