Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সে মুসলমানদের ওপর বল প্রয়োগে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম


ইউরোপের সবচেয়ে বেশিসংখ্যক মুসলমান বসবাস করে ফ্রান্সে। সেখানে বিভিন্ন ভাবে মুসলমানদের ওপর চরম বলপ্রয়োগম‚লক পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দ‚ত স্যাম ব্রাউনব্যাক। দ‚ত স্যাম ব্রাউনব্যাক সাংবাদিকদের বলেন, ফ্রান্সে যা ঘটছে, তা নিয়ে অবশ্যই আমি উদ্বিগ্ন। গঠনম‚লক অঙ্গীকার থাকতে পারে। যেটি ক্ষতির বদলে সহায়ক হতে পারে। আপনি যখন মারাত্মকভাবে বলপ্রয়োগে যাবেন, তখন পরিস্থিতি আরও খারাপ অবস্থায়। স¤প্রতি উগ্র মুসলমানদের বিরুদ্ধে ধরপাকড়ের নির্দেশ দিয়েছেন ম্যাক্রোঁ। কোনো মসজিদ কর্তৃপক্ষ উগ্রবাদের প্রচার করলে তা বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে। ধর্মের সহিংস প্রকাশের নিন্দা জানিয়ে ব্রাউনব্যাক আরো বলেন, যদি আপনি শান্তিপ‚র্ণভাবে আপনার ধর্ম পালন করেন, তবে আপনি তা পালনের অধিকার রাখেন। ‘আমি মনে করি, উদ্বেগ ও সমস্যাগ্রস্ত এলাকাগুলো শনাক্ত করতে ধর্মীয় নেতাদের সঙ্গে কাজ করলে দেশগুলো সবচেয়ে ভালো করবে। ধর্মীয় গোষ্ঠীগুলোর সঙ্গে অনৈক্যও হবে না।’ তিনি বলেন, তাদের মৌলিক ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে। সরকারের উচিত তাদের সম্মান ও সুরক্ষা দেয়া। এদিকে সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশগুলোতে ম্যাক্রোঁর সা¤প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। ম্যাক্রোঁ সামগ্রিকভাবে ইসলামের ওপর আঘাত করছেন বলে অভিযোগ করেছেন পাকিস্তান ও তুরস্কের নেতারা। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ