Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইজেরিয়ায় সংঘর্ষ ১০ সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

নাইজেরিয়ার উত্তর-প‚র্বাঞ্চলীয় বর্নোরাজ্যে আইএস সংশ্লিষ্ট জিহাদীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ সেনা নিহত হয়েছে। এছাড়া আরো এক সেনা অপহৃত হয়েছে। দেশটির একাধিক নিরাপত্তা স‚ত্রে এ খবর জানা গেছে। ডাম্বোয়া জেলার আলাগারনো গ্রামে সোমবার সৈন্যরা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডবিøউএপি) এর একটি ক্যাম্পে অভিযান চালালে এ সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার একটি নিরাপত্তা স‚ত্র জানায়, এ সংঘর্ষে ১০ সৈন্য নিহত হয়েছে ও একজনকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে। নিহতের এ সংখ্যা নিশ্চিত করে অপর এক নিরাপত্তা স‚ত্র বলছে, উভয় পক্ষে তীব্র লড়াই হয়েছে। সন্ত্রাসীদের পক্ষেও হতাহত হয়েছে। জানা যায়, সন্ত্রাসীরা একটি ট্রাক ও একটি সাঁজোয়া যানসহ চারটি গাড়িও ছিনিয়ে নিয়েছে। উল্লেখ্য, আঞ্চলিক রাজধানী মাইদুগুরি থেকে ১৫০ কিলোমিটার দ‚রে অবস্থিত আলাগারনো আইএসডবিøউএপি’র শক্ত ঘাঁটি। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাইজেরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ