প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত প্রযোজক, পরিচালক ও অভিনেতা এবং চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল এখন দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন। তার হার্টে দুইটি ব্লক ধরা পড়েছে। একটিতে রিং বসানো হবে, অন্যটিতে বেলুন বসাতে হবে। ইতোমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। গত ১ ডিসেম্বর শারিরীক চেকআপের জন্য তিনি দুবাই যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর তার হার্টে এই ব্লক ধরা পড়ে। তিনি তার ভক্ত, শুভাকাক্সক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সর্বশেষ খবর অনুযায়ী, তার শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে। ডিপজলের ঘনিষ্ট সহযোগী জাকির হোসেন জানান, করোনার কারণে তিনি দীর্ঘদিন দেশের বাইরে চেকআপ করতে যেতে পারেননি। তবে অস্বস্তি বোধ করায় তিনি জরুরী ভিত্তিতে চেকআপের জন্য দুবাই যান। সেখানে বিভিন্ন পরীক্ষা শেষে তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে। তিনি এখন চিকিৎসাধীন আছেন। দুয়েক দিনের মধ্যে তার হার্টে একটি রিং ও একটি বেলুন বসানো হবে। আশা করা হচ্ছে, সফলভাবে রিং ও বেলুন বসানোর পর তিনি সুস্থ্য হয়ে যাবেন। এদিকে ডিপজল তার প্রযোজনাধীন একাধিক সিনেমার কাজ চালিয়ে যাচ্ছেন। বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। দেশে ফিরে পুরোপুরি সুস্থ্য হয়ে সিনেমার কাজ শেষ করবেন। উল্লেখ্য, করোনাকালে ডিপজল চলচ্চিত্র সংশ্লিষ্ট অসহায় শিল্পী, কলাকুশলীসহ সর্বস্তরের মানুষের পাশে নীরবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এখনও তিনি তার এ সহযোগিতা অব্যাহত রেখেছেন। তিনি তার এ সহযোগিতার কথা কাউকে জানাতে চান না। তার কথা, আল্লাহ আমাকে যতদিন মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা দেবেন, ততদিন তাদের পাশে দাঁড়াবো। এটা প্রচারের বিষয় নয়, আমার কর্তব্য বলে মনে করি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।