মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই ভোটে কারচুপির অভিযোগ তুলছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নভেম্বর থেকে এ নিয়ে বহু বাক্য ব্যয় করেছেন তিনি। এবার ভোটের ফলাফল নিয়ে তার করা আবেদন খারিজ করে দিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। পেনসিলভেনিয়ার মতো নির্ণায়ক প্রদেশে ভোটের ফলাফলের সার্টিফিকেশন প্রক্রিয়া বন্ধ রাখার জন্য ট্রাম্প আবেদন করেছিলেন সে দেশের সর্বোচ্চ আদালতে। কিন্তু ট্রাম্পের সেই আবেদন মঙ্গলবার খারিজ হয়ে গিয়েছে। আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই রায়ের ব্যাখ্যা অবশ্য দেননি। তবে ৯ জন বিচারপতি কেউই এই রায় নিয়ে ভিন্ন মত পোষণ করেননি। এর মধ্যে ট্রাম্প নিযুক্ত ৩ জন বিচারপতিও রয়েছেন।
২০২০ সালের নির্বাচনে হেরে গেলেও তা স্বীকার করতে নারাজ ট্রাম্প। জো বাইডেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়ে গিয়েছেন, তা এখনও অবধি স্বীকার করেননি ট্রাম্প। উল্টো ভোটের ফল বেরনোর পর তিনি এবং তার সমর্থকরা সে দেশের বিভিন্ন আদালতে ভোটের ফল নিয়ে মামলা করেছেন। ট্রাম্পদের করা এ রকম ৫০টি চ্যালেঞ্জ বাতিল করেছে সে দেশের বিভিন্ন আদালত। এ বার তিনি ধাক্কা খেলেন সুপ্রিম কোর্টেও। সূত্র: সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।