Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত সিংহ : ছড়ালো মানব দেহে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ১১:৩৬ এএম

করোনাভাইরাস ক্রমেই ছড়িয়ে পড়ছে সব প্রাণীর দেহে। এর আগে বাঘের শরীরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব পাওয়া গেছে। এবার মিললো সিংহের দেহে। তবে সিংহ বা সিংহিগুলি অন্য কোনো পশুর কাছাকাছি আসেনি। তাই তাদের কাছ থেকে করোনা অন্য পশুর মধ্যে ছড়ায়নি ও ছড়াবে না।

করোনায় আক্রান্ত সিংহ। বার্সেলোনার চিড়িয়াখানায়। তাদের দেখভালের দায়িত্বে থাকা দুইজনও করোনায় আক্রান্ত।

এর আগে নিউ ইয়র্কের চিড়িয়াখানায় চারটি বাঘ করোনায় আক্রান্ত হয়েছিল। তারা সেরেও গেছে। এ বার করোনায় আক্রান্ত হলো বার্সেলোনার চিড়িয়াখনার তিনটি সিংহি ও একটা সিংহ। তাদের দেখভালের দায়িত্বে থাকা দুই জন চিড়িয়াখানা কর্মীও করোনায় আক্রান্ত। তাঁদের কাছ থেকেই করোনা ভাইরাস সিংহগুলিকে আক্রমণ করেছে বলে মনে করা হচ্ছে।

তিন সিংহির নাম জালা, নিমা ও রান রান। সিংহের নাম কিউম্বে। প্রত্যেকেরই দেহে করোনার সামান্য লক্ষণ আছে।

বার্সেলোনার চিড়িয়াখানা কর্তৃপক্ষ এরপরই নিউ ইয়র্কের চিড়িয়াখানার সঙ্গে যোগাযোগ করেন। করোনায় আক্রান্ত বাঘগুলিকে কীভাবে সারিয়ে তোলা হয়েছিল, তা তাঁরা জানতে চান। সেখানে চারটি বাঘ এপ্রিলে করোনায় আক্রান্ত হয় এবং ১৫ দিন পরে সেরে যায়।

বার্সেলোনার চিড়িয়াখানার পশু চিকিৎসা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, একমাত্র নিউ ইয়র্কের চিড়িয়াখানায় বাঘেদের করোনা চিকিৎসার পুরো ডকুমেন্টেশন আছে। তাই তাদের সঙ্গেই যোগাযোগ করা হয়। তাদের চিড়িয়াখানার সিংহিগুলির বয়স ১৬ বছর এবং সিংহের বয়স চার বছর। তবে সিংহ বা সিংহিগুলি অন্য কোনো পশুর কাছাকাছি আসেনি। তাই তাদের কাছ থেকে করোনা অন্য পশুর মধ্যে ছড়ায়নি ও ছড়াবে না।

চিড়িয়াখানার অস্থায়ী ডিরেক্টর জুলি মাওরি জানান, এই সিংহ বা সিংহিগুলির থেকে কোনো দর্শনার্থীরও করোনা হওয়ার সম্ভাবনা নেই। কারণ, সিংহ ও সিংহিগুলিকে দর্শনার্থীরা দূর থেকেই দেখেন। তার দাবি, সিংহ-সিংহিগুলি প্রায় সেরে উঠেছে।

জিএইচ/এসজি(রয়টার্স, এপি)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ