Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যানইউকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে লিপজিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ৯:০৬ এএম

প্রথমে ৩-০ গোলে এগিয়ে যাওয়া, এরপর দুই গোল পরিশোধ করা, খেলায় উত্তেজনা ফিরিয়ে আনা, শ্বাসরুদ্ধকর এক ম্যাচই দেখল ফুটবল বিশ্ব। ম্যানইউ এবং লিপজিগের মধ্যকার বাঁচা মরার এই ম্যাচে শেষ হাসিটা হেসেছে লিপজিগ।


ম্যানচেষ্টার ইউনাইটেড এবং লিপজিগের মধ্যকার গ্রুপের শেষ ম্যাচের আগে সমীকরণ ছিল সহজ। পরের রাউন্ডে যেতে চাইলে জয় ছাড়া গতি নেই। এমন ম্যাচে টানা তিন গোল দিয়ে ৩-০ গোলের লিড পায় লিপজিগ।

ম্যাচের ২ মিনিটে অ্যাঞ্জেলিনো গোল করে এগিয়ে দেন লিপজিগকে। ১৩ মিনিটেই ব্যবধান বাড়ান হাইদারা। বিরতি পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল তারা।

বিরতির পর ৬৯ মিনিটে ক্লুইভার্ট গোল করে ব্যবধান করেন ৩-০। মোটামুটি তখনই নিশ্চিত হয়ে যায় ম্যানইউর হার। কিন্তু ৮০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি গোল এবং ৮২ মিনিটে পগবার গোলে হঠাৎ করেই ম্যাচে উত্তেজনা ফিরে আসে। তবে শেষ পর্যন্তা কাঙ্খিত তৃতীয় গোলটি আর পায়নি তারা।

এই জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হল লিপজিগের। আর ম্যানইউর ঠিকানা হতে যাচ্ছে ইউরোপা লিগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ