Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় রাউন্ড নিশ্চিত পিএসজির

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ৯:০৪ এএম

উয়েফা চ্যাস্পিয়নস লিগে মহাগুরুত্বপূর্ণ পিএসজি বনাম বাসাকসায়েরের মধ্যকার ম্যাচটি বাতিল করা হয়েছে। আজ এই ম্যাচটি মাত্র ১২ মিনিট খেলার অনাকাঙ্খিত এক ঘটনার জন্য ম্যাচটি বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

ম্যাচটি বন্ধ হওয়ার কারণ বর্ণবাদমূলক আচরণ। অবশ্য এই বর্ণবাদী আচরণ কোন প্লেয়ার করেনি। ইস্তান্বুলের একজন প্লেয়ারকে কালো লোক বলেছিল চতুর্থ রেফারি। এরপরই বাসাকসায়েরের খেলোয়াড়রা মাঠ ছেড়ে বেড়িয়ে যায়। সেই সঙ্গে মাঠ ছাড়ে পিএসজি খেলোয়াড়রাও।

এরপর দফায় দফায় আলোচনার পর জানানো হয় যে যে রেফারি এই আচরণ করেছে তাকে রিপ্লেস করে অন্য রেফারি দেয়া হবে এবং ম্যাচটি পুনরায় শুরু হবে। এরপর ম্যাচ শুরু হলেও দুই দলের প্লেয়াররা আর মাঠে নামেনি। ফলে বাধ্য হয়েই ম্যাচটি বাতিল করা হয়েছে।

তাহলে ম্যাচটির কি হবে? কিভাবেই বা পয়েন্ট দেয়া হবে? আজকে ম্যাচের যে ১৪ মিনিট খেলা হয়েছে সেই ১৪ মিনিট থেকেই আগামীকাল খেলা শুরু হবে। তারপরই জয় পরাজয় নির্ধারণ হবে।

তবে এই ম্যাচে জয় পরাজয় যাই হোক, পিএসজির দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত হয়ে গেছে। লিপজিগের বিপক্ষে ম্যানইউর হারের পর পিএসজির দ্বিতীয় রাউন্ডও নিশ্চিত হয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ