প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গান নিয়ে পুরোদমে ব্যস্ত হয়ে উঠেছেন সঙ্গীতশিল্পী সালমা। একের পর এক গান করে যাচ্ছেন। ইতোমধ্যে প্রায় ১৫টি নতুন গান রেকর্ড করেছেন তিনি। এগুলো শিঘ্রই ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। সর্বশেষ ‘বন্ধু দিলা কেন মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। রোজিনা জামানের কথায় গানটির সংগীতায়োজন করেছেন রোহান রাজ। একই সংগীত পরিচালকের সঙ্গে আরো কয়েকটি গানেও কণ্ঠ দিয়েছেন সালমা। এছাড়া অংকুর মাহমুদ, রেজোয়ান শেখ, রাফি, সন্তোষ কুমার, জাহিদ বাশার পঙ্কজের সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সালমা বলেন, করোনার সময় কয়েক মাস কাজ করতে পারিনি। তবে এখন নতুন গান করছি। এরইমধ্যে কমপক্ষে ১৫টি নতুন গানে কণ্ঠ দেয়া হয়েছে। এগুলোর বেশির ভাগই ফোক গান। অনেক সুরকারের সুরেই গাওয়া হয়েছে। একেকটি গান একেক রকম। শিঘ্রই বিভিন্ন ব্যানার থেকে গানগুলো প্রকাশিত হবে। আমার বিশ্বাস, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।