Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন গান নিয়ে হাজির হলেন সাব্বির নাসির

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

দর্শকদের মাঝে এরইমধ্যে বেশ কিছু ভিন্ন স্বাদের গান উপহার দিয়ে শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন সঙ্গীতশিল্পী সাব্বির নাসির। নতুন গান নিয়ে শ্রোতাদের মাঝে আবার হাজির হলেন তিনি। এবার তার গানের শিরোনাম ‘ছায়াদের ঘুম’। গানের মিউজিক্যাল ফিল্মটি গত ৪ ডিসেম্বর গায়কের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটিতে কন্ঠ দেয়ার পাশাপাশি সুরও করেছেন সাব্বির নাসির। শাহান কবন্ধের লেখা, গোলাম রাব্বী সোহাগের মিউজিক কম্পোজিশনে এ গানটির গল্প ও পরিচালনায় ছিলেন জয় মাহমুদ। গায়কের পাশাপাশি মডেল হিসেবে কাজ করেছেন ফারহান সীমান্ত, তাসফিয়া জাহিদ সাবা। মিউজিক ভিডিওটির পরিচালক জয় মাহমুদ বলেন, ছায়াদের ঘুম মুলত একটি অপূর্ণ কাল্পনিক প্রেমের গল্প। কাল্পনিক প্রেম কোনো সহজ ঘটনা না। এটা একটা জটিল ঘটনা। এই জটিলতার পিছনে যে জিনিসটা দায়ী, সেটা হলো মুখোশ। গানটিতে এরকম একটা গল্পই তুলে ধরা হয়েছে যেখানে একটি কাল্পনিক প্রেমের আকুতি তৈরী হয় মুখোশকে ঘিরে। কিন্তু মুখোশের অন্তরালে কল্পনার প্রেমিক তার প্রেমকে খুঁজে ফিরে। সঙ্গীতশিল্পী সাব্বির নাসির বলেন, গানটি একটু এক্সপেরিমেন্টাল। তবে দারুণ একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করি, গানটি সবার ভাল লাগবে। উল্লেখ্য, সঙ্গীতশিল্পী সাব্বির নাসির ‘হর্ষ’, ‘ফুল ফোটাব’, ‘ফাগুন আসছে’, ‘জল জোছনা’, ‘পোকা’, ‘আমারে দিয়া দিলাম তোমারে’, ‘মৃত জোনাকি’, ‘তুমি দমে দম’ গানগুলো দিয়ে অল্প সময়ে বেশ আলোচনায় এসেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ