বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরের রামগতিতে ১৩ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা মো. মনিরকে (৪৭)কে গ্রেফতার করেছে পুলিশ। মনির চর গাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর বয়ারচরের হারিছ সর্দার সমাজের মো. মোস্তফার ছেলে।
সোমবার সকালে এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে রামগতি থানায় মামলা দায়ের করলে ঐ রাতেই পুলিশ উপজেলার চর গাজী ইউনিয়নের মোহাম্মদপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠান।
রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির নিজের মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। স্বীকারোক্তিমূলক জবানবন্ধী দেওয়ার তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ইট ভাটার শ্রমিক মনির দুই মাস আগে গভীর রাতে তার ১৩ বছর বয়সী একমাত্র মেয়েকে ধর্ষণ করে। পরের দিন মেয়ে তার মাকে ঘটনাটি খুলে বলে। বিষয়টি জানতে পেরে মেয়ের মা তার বাবাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে জীনের দ্বারা প্ররোচনায় এ কাজ করেছে বলে মনির তাকে জবাব দেন। ভবিষ্যতে এমন কাজ হবে না বলেও মনির এ সময় তাকে আশ্বস্ত করেন। কিন্তু পরবর্তীতে আরও কয়েকদিন মনিরের দ্বারা মেয়েটি ধর্ষণের শিকার হয়। সর্বশেষ শনিবার রাতে মনির মেয়ের কক্ষে ঢুকে তাকে জোরপূর্বক আবার ধর্ষণ করে। এ সময় মেয়ের চিৎকারে তার মা ছুঁটে গিয়ে মনিরকে হাতেনাতে ধরে ফেলেন। এলাকায় ঘটনাটি জানাজানির একপর্যায়ে সোমবার সকালে মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মনিরকে গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।