Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোমানিয়ার প্রধানমন্ত্রী লুদোভিক অরবানের পদত্যাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ৫:০৯ পিএম

নির্বাচনে বিপর্যয়ের পর রোমানিয়ার লিবারেল প্রধানমন্ত্রী লুদোভিক অরবান প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন। পার্লামেন্ট নির্বাচনে তার পিএনএল দলের বিপর্যয় দেখা দেয়ার এক দিন পর তিনি এ পদ থেকে সরে দাঁড়ালেন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী নিকোলাই সিউকা। –এএফপি, আল জাজিরা, ডয়েচে ভেলে

বিরোধী বামপন্থী দল সোস্যাল ডেমোক্রেটস’র কাছে পিএনএলের পরাজয়ের পর টেলিভিশনে প্রচারিত এক ভাষনে অরবান বলেন, আমি আজ আমার পদত্যাগ পত্র জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।তিনি বলেন, আমি কোনও পদে আটকে থাকি না। তিনি আরও বলেন, সম্ভাব্য জোট সরকারের বিষয়ে আসন্ন আলোচনায় অংশ নেওয়ার তার ইচ্ছা ছিল। সোমবার শুরুর দিকে অরবান বলেছিলেন যে পিএসডি নিয়ে জোটের আলোচনা প্রশ্নের বাইরে ছিল। তবে, তাঁর দল কীভাবে নতুন শাসক সংখ্যাগরিষ্ঠ গঠনের পরিকল্পনা করছে সে সম্পর্কে তিনি স্পষ্টভাবে কোনও ব্যাখ্যা দেননি।
তবে ওরবান সমর্থকদের বলেন, সংখ্যাগরিষ্ঠতা গঠন যেন দীর্ঘায়িত না হয়, যত তাড়াতাড়ি সম্ভব এই দেশটির একটি সরকার দরকার। তাঁর দলের সংখ্যাগরিষ্ঠতার জন্য চারটি সম্ভাব্য জোটের প্রয়োজন রয়েছে। রবিবারের নির্বাচনের গণনায় ৯৫ শতাংশ ভোট পেয়ে লুডোভিচ অরবানের ন্যাশনাল লিবারেল পার্টি (পিএনএল) সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির (পিএসডি) ৩০ শতাংশের তুলনায় ২৫ শতাংশ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোমানিয়া

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ