Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোমানিয়ায় হেলিকপ্টার ও ফাইটার বিধ্বস্তে নিহত ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

রোমানিয়ার পূর্বাঞ্চলে কৃষ্ণ সাগরের কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বুধবার সামরিক বাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে তাদের আটজন প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিককালে এটি দেশটির বিমানবাহিনীর সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমান ঘাঁটি থেকে ১১ কিলোমিটার দূরে গুরা দোবরোগেই এলাকায় আইএআর ৩৩০-পুমা নামের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে ওই হেলিকপ্টারে থাকা সাতজনের সকলেই নিহত হন। আকাশে টহল মিশনের দায়িত্ব পালনকালে একটি মিগ-২১ ল্যান্সার বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রাডার থেকে হারিয়ে গেলে এই হেলিকপ্টারের সাহায্যে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার দিনের শেষভাগে এ যুদ্ধবিমানের সন্ধান পাওয়া যায়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোমানিয়ায় হেলিকপ্টার ও ফাইটার বিধ্বস্তে নিহত ৮
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ