Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লয়েড অস্টিনই হচ্ছেন পরবর্তী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ৩:২১ পিএম

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরে সরকারে লয়েড অস্টিনই হচ্ছেন পরবর্তী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।গত নভেম্বরেই জানা গিয়েছিল মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চারতারকা জেনারেল লয়েড অস্টিন বাইডেনের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন। পলিটিকো জানিয়েছে, অন্তত তিনটি সূত্র নিশ্চিত করেছেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জেনারেল অস্টিনকেই বেছে নিচ্ছেন। ২০০৩ সালে মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের প্রধান ছিলেন লয়েড। -সিএনএন, পলিটিকো
একটি সূত্র জানিয়েছে, অস্টিনের সঙ্গে বাইডেন প্রশাসনের কম মতপার্থক্য রয়েছে এবং সম্পর্ক রয়েছে বেশ মজবুত। বাইডেনের মন্তিসভায় আফ্রিকান-আমেরিকান বংশদ্ভূতদের গুরুত্ব দেয়া হচ্ছে। সরকারিভাবে অস্টিনের সঙ্গে কথাবার্তা চলছে ও সিনেট যদি অনুমোদন দেয় তাহলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী যিনি পেন্টাগন শাসন করবেন। মার্কিন সামরিক বাহিনী থেকে অবসর নেয়ার পর অন্তত ৭ বছর অপেক্ষার পর সরকারি পদে যোগ দেয়ার বাধ্যবাধকতাও রয়েছে অস্টিনের সামনে। এর আগে মার্কিন কংগ্রেস সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের ক্ষেত্রে এধরনের নির্দিষ্ট সময় অপেক্ষার বাধ্যবাধকতায় ছাড় দেয়। মার্কিন প্রতিরক্ষানীতিতে নাগরিকদের নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্যে সামরিক ব্যক্তিদের অবরসর নেয়ার পর সাত বছর অপেক্ষার বাধ্যবাধকতা নিশ্চিত করা হয়।

৬৭ বছরের আফ্রো-আমেরিকান লয়েড চার দশকের বেশি মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন। ওয়েস্ট পয়েন্ট মিলিটারি অ্যাকাডেমি থেকে পাশ করে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ২০০৩ সালের মার্চে তৃতীয় ইনফ্যান্ট্রি ডিভিশনের সহকারী ডিভিশন কম্যান্ডার ছিলেন লয়েড। ২০০৫ সাল পর্যন্ত আফগানিস্তানে কমবাইন্ড জয়েন্ট টাস্ক ফোর্সের কম্যান্ডার হিসেবে দায়িত্ব সামলেছেন। ইরাকে মার্কিন সেনা অভিযানেরও নেতৃত্বে ছিলেন লয়েড। ২০১০ সালে ইরাকে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর কম্যান্ডিং জেনারেল ছিলেন তিনি। ২০১৬ সালে অবসর নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ