Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেতানিয়াহুকে মিথ্যাবাদী দাবি সউদী প্রিন্সের

ইসরাইলের সমালোচনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

সউদী গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান প্রিন্স তুর্কি বিন ফয়সাল আল-সউদ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন। তিনি দখলদার ইসরাইলের সাথে সউদী আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণ সংক্রান্ত কোন চুক্তির খবর অস্বীকার করেছেন। পাশাপাশি তিনি সউদীর ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে নেতানিয়াহুর বৈঠকের খবরও ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। রোববার মার্কিন বার্তা সংস্থা সিএনএন’কে দেয়া এক সাক্ষাতকারে প্রিন্স তুর্কি বিন ফয়সাল আল-সউদ এসব মন্তব্য করেন। ক্রাউন প্রিন্সের সাথে নেতানিয়াহুর বৈঠকের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি দৃঢ়তার সাথে বলেন, ‘সউদী পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই অভিযোগগুলো মিথ্যা বলে জানিয়েছেন। দুর্ভাগ্যক্রমে, মিডিয়া সউদীর চেয়ে ইসরাইলের কাছ থেকে প্রাপ্ত সংবাদকে বেশি অগ্রাধিকার দেয়।’ তিনি আরও বলেন, ‘সউদী আরব সংবাদটি অস্বীকার করেছে, এবং আমি বিশ্বাস করি যে, নেতানিয়াহুর মতো কারও দেয়া বক্তব্য থেকে সউদীর বক্তব্য অনেক বেশি বিশ্বাসযোগ্য। ইসরাইলি জনগণের সাথে মিথ্যা বলার অভিযোগে নেতানিয়াহু তার নিজের দেশেই অভিযুক্ত। সুতরাং তার মতো মিথ্যাবাদীকে তারা কীভাবে বিশ্বাস করতে পারে?’

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সউদীর সম্পর্ক, বিশেষত হোয়াইট হাউসে আসন্ন পরিবর্তন নিয়েও কথা বলেছেন। ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তুতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রিন্স তুর্কি নিশ্চিত করে বলেছেন, ‘এ জাতীয় ধরণের কোনও প্রস্তুতি নেই।’ তিনি জানান, ‘সউদী আরবের পরামর্শমূলক সমাবেশের আগে বাদশাহ তার বক্তৃতায় ফিলিস্তিনিদের বিষয়টি রাজ্যের জন্য অগ্রাধিকার আরব পিস ইনিশিয়েটিভ নিয়ে করা অঙ্গীকারের বিষয়গুলো পুণরায় উল্লেখ করেছেন এবং এ ক্ষেত্রে রাজ্যের অবিচল অবস্থানের বিষয়ে জোর দিয়েছেন।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে বাইডেন ক্ষমতা গ্রহণ করার পরবর্তী সময়ে সউদী আরব এবং আমেরিকার সম্পর্কের বিষয়ে প্রিন্স তুর্কি দৃঢ়তার সাথে বলেন যে, ‘ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান উভয় দলের প্রেসিডেন্টদের সময়েই বিভিন্ন ম্যান্ডেটের মাধ্যমে সউদী ঐতিহাসিকভাবেই সবসময়ই আমেরিকার সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছে।’ নব নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন যখন ওবামার সময় ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখনও ওবামা প্রশাসনের সাথে সউদী আরবের সম্পর্ক সন্তোষজনক ছিল বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে, বাহরাইনের মানামায় অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলনে ইসরাইলের তীব্র সমালোচনা করেন প্রিন্স তুর্কি। অনলাইনে আয়োজিত সেই সম্মেলনে উপস্থিত ছিলেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী। মূলত সেখানেই নিরীহ ফিলিস্তিনিদের পক্ষ নেয়ায় ইসরাইলের রোষানলে পড়েন প্রিন্স তুর্কি। তিনি বলেন, ‘নিরাপত্তা বিষয়ক অতি তুচ্ছ অভিযোগের ভিত্তিতে তরুণ, বৃদ্ধ, নারী-পুরুষসহ সবাইকে বন্দি শিবিরে আটক করে রাখে ইসরাইল। যারা কোনো সুবিচারের নিশ্চয়তা ছাড়াই বন্দিজীবন পার করছে।’ ইসরাইলি সেনাদের হত্যাকান্ড ও বসতি উচ্ছেদের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘ইসরাইলের সেনারা যাদের মন চায় তাদের ঘর ধ্বংস করছে এবং যাকে ইচ্ছা তাকে হত্যা করছে।’ তার বক্তব্যের প্রতিবাদে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সউদী প্রতিনিধির মন্তব্যে তিনি ক্ষুব্ধ। মধ্যপ্রাচ্যে পরিবর্তন আসছে। সউদীর প্রতিনিধির কথায় তার ছাপ নেই।’ তার দাবি, ‘শান্তিচুক্তি না হওয়ার জন্য একমাত্র ফিলিস্তিন দায়ী। বিকল্প দুইটি। ফিলিস্তিনকে সমস্যার সমাধান মেনে নিতে হবে, না হলে এ রকম দোষারোপ চালিয়ে যেতে হবে।’ সূত্র : মিডল ইস্ট মনিটর, আল জাজিরা।



 

Show all comments
  • Khalil Rahman ৮ ডিসেম্বর, ২০২০, ১২:১৫ এএম says : 0
    ইসরাইল হচ্ছে দখলদার বাহিনী। ইসরাইলের নিজস্ব কোন ভূমি নেই। আমেরিকা ও বৃটেনের মদদ পুষ্ট ইসরাইল। মধ্যপ্রচ্য অশান্তির মুল ইসরায়েল। ইসরাইল নিপাত যাক, মধ্যপ্রচ্য শান্তিতে থাক।
    Total Reply(0) Reply
  • Delawar Chowdhury ৮ ডিসেম্বর, ২০২০, ৩:২৩ এএম says : 0
    Alhamdulillah
    Total Reply(0) Reply
  • নাবিল আব্দুল্লাহ ৮ ডিসেম্বর, ২০২০, ৩:২৪ এএম says : 0
    কিছু বলার নেই
    Total Reply(0) Reply
  • মারিয়া ৮ ডিসেম্বর, ২০২০, ৩:২৪ এএম says : 0
    কথাগুলো মন থেকে বললে ভালো। কিন্তু লোক দেখানোর জন্য হলে ঠিক উল্টো
    Total Reply(0) Reply
  • চৌধুরী হারুন আর রশিদ ৮ ডিসেম্বর, ২০২০, ৩:২৫ এএম says : 0
    ইসরাইল পৃথিবীর জন্য ক্যান্সার
    Total Reply(0) Reply
  • Md tanbir ৮ ডিসেম্বর, ২০২০, ৬:৪৪ এএম says : 0
    এতোদিন এই উদ্ধার অভিযান কোথায় ছিলো?? জাতি জানতে চায়
    Total Reply(0) Reply
  • হাঃ মাওঃ আনোয়ার ৮ ডিসেম্বর, ২০২০, ৮:৪৫ এএম says : 0
    ইহুদীর চক্রান্ত সব সময় সফল হবেনা। কেনোনা অস্তিত্ব যখন হুমকির মুখে তখন সৌদি নিশ্চয় দালালি ছেড়ে তার নবীর আদর্শের দিকে ফিরে আসবে।
    Total Reply(0) Reply
  • habib ৮ ডিসেম্বর, ২০২০, ৯:১৬ এএম says : 0
    its too late to realize it. Saudi and Dubai are wrong path toward Israel policy. America Israel and India is common enemy of Muslim world...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ