Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে ফের অবরোধ দেবে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

হংকং লেজিসলেটিভ থেকে বিরোধী দলীয় আইন প্রণেতাদের অযোগ্য ঘোষণায় বেইজিংয়ের ভূমিকার জন্য চীনের কমপক্ষে এক ডজন কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জানেন যুক্তরাষ্ট্রের এমন একজন কর্মকর্তাসহ তিনটি স‚ত্রকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স । যাদেরকে টার্গেট করে এই অবরোধ দেয়া হবে তার মধ্যে রয়েছে চাইনিজ কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা। এর মধ্য দিয়ে ক্ষমতার মেয়াদের শেষের দিকে এসে বেইজিংয়ের ওপর নতুন করে চাপ বাড়ানোর চেষ্টা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের অবস্থান কি তা স্পষ্ট নয়। আগামী ২০ শে জানুয়ারি তার শপথ নেয়ার কথা রয়েছে। রয়টার্স বলছে, এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোয়াইট হাউজ। রিপোর্টে বলা হয়েছে, এই অবরোধের আওতায় থাকবেন ১৪ জন। এর মধ্যে রয়েছেন চীনা পার্লামেন্টের বা ন্যাশনাল পিপলস কংগ্রেসের কয়েকজন কর্মকর্তা ও সিসিপির কয়েকজন সদস্য। সম্পদ জব্দ সহ আর্থিক অবরোধ দেয়া হতে পারে তাদের বিরুদ্ধে। এ বিষয়ে জানেন যুক্তরাষ্ট্রের এমন একজন কর্মকর্তা বলেছেন, বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে অবরোধ দেয়া হবে। এর মধ্যে থাকবেন হংকংয়েরও কিছু কর্মকর্তা। তবে যেসব ব্যক্তির বিরুদ্ধে অবরোধ দেয়া হচ্ছে তাদের নাম অথবা পদবী প্রকাশ করেননি ওই স‚ত্র। আবার দুটি স‚ত্র জানিয়েছেন, এই অবরোধের ঘোষণা বিলম্বিত করে এই সপ্তাহের শেষে দেয়া হতে পারে। ওদিকে এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো মন্তব্য করেনি। এর আগেও হংকং ইস্যুতে যুক্তরাষ্ট্র অবরোধ দিয়েছে। সেই অবরোধের নিন্দা জানিয়েছে চীন। তারা একে চীনের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ