Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সাগর পাড়ে লাশ : গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

নগরীর বন্দর থানার আনন্দ বাজার এলাকায় সাগর পাড় থেকে গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যদিয়ে চাঞ্চল্যকর এ খুনের ঘটনার রহস্য উদঘাটন হয়েছে। থানার ওসি নিজাম উদ্দিন জানান, গত ২৭ নভেম্বর উদ্ধার লাশটি মো. ইব্রাহিম খলিলের (৩৫)। তাকে আনন্দ বাজারের বাসা থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার পর লাশ ফেলে যাওয়া হয়।
এ ঘটনায় নোয়াখালীর চর জব্বার থেকে মো. সোহাগ ওরফে সোহেল ফরিদ (৩০) ও একই এলাকার মো. রাসেল শামীমকে (২৪) গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তারা দুইজন গতকাল সোমবার খুনের দায় স্বীকার করেন। খুনের শিকার মো. ইব্রাহিম খলিল নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকার মো. ওয়াজ দৌল্লার ছেলে।
পুলিশ জানায়, সোহাগ ওরফে সোহেল ফরিদের খালাত ভাই আজাহারের প্রেমিকা রুপিয়াকে দুই বছর আগে বিয়ে করে মো. ইব্রাহিম। এতে আজাহার ক্ষুদ্ধ হয়ে ইব্রাহিমকে হত্যা করার জন্য সোহাগকে প্রস্তাব দেয়। বিনিময়ে সোহাগকে ৪০ হাজার টাকা দেয়ার আশ্বাস দেয়। সোহাগ এই প্রস্তাবটি মো. রাসেল শামীমকে জানালে শামীম ইব্রাহিমকে খুন করার জন্য রাজি হয়। গত ২৭ নভেম্বর সন্ধ্যায় সোহাগ ইব্রাহিমকে ফোন করে ইলিশ মাছ দেওয়ার কথা বলে আনন্দ বাজার সাগর পাড়ে নিয়ে যায়। সেখানে সোহাগ ও শামীম তাকে গলা কেটে হত্যা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ